রিজিয়া রেজা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন মহিলা প্রার্থীরা

সাতকানিয়া উপজেলা সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে উপ-নির্বাচন-২০১৮ নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে রিজিয়া রেজা চৌধুরী’কে।

সাতকানিয়া উপজেলা সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে উপ-নির্বাচন-২০১৮ এর নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা আজ বিকালে নদভী প্যালেসে সাতকানিয়া-লোহাগাড়া বিশিষ্ট নারী নেত্রী ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী’কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, নার্গিস আক্তার মুন্নী, হামিদা বেগম, ফাতেমা বেগম, হোসনে আরা বেগম ও জমিলা খাতুন।

এ সময় রিজিয়া রেজা চৌধুরী বলেন, আসুন নারীর জন্য একটি সুষ্ঠু দেশ গড়ে তুলতে আমরা নতুন করে অঙ্গিকার করি; যেখানে আমরা মর্যাদার সঙ্গে এবং সকল প্রকার ভয়-ভীতি থেকে মুক্ত হয়ে বসবাস করতে পারি এবং দেশ নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একযোগ কাজকরি এক সাথে।