রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা পদকে ভূষিত সন্দ্বীপ থানার ওসি শাহজাহান

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা পদক পেয়েছেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান। বীরত্ব, সাহসিকতা ও অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা স্বীকৃতিস্বরুপ তাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পদক দেয়া হয়। গত ৪ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স›দ্বীপ থানার ওসি মো. শাহজাহান পিপিএম (বার) কে এ পদক পরিয়ে দেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. শাহজাহান ইতোপূর্বে বিভিন্ন সময়ে শ্রেষ্ঠ জেলা ওসি হিসেবে পুরস্কৃত হয়েছেন। এবং দু’বার প্রেসিডেন্ট পুলিশ পদকও পেয়েছেন।