কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং বন্দর ভবনের সামনে নামাজে জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা, গেরিলা কমান্ডার ও দৈনিক পূর্বকোণের সহযোগী সম্পাদক সাংবাদিক আ ক ম রইসুল হক বাহার। চট্টগ্রাম বন্দর কবরস্থানেই তাঁকে সমাহিত করা হয়। গতকাল বুধবার সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁকে নেয়া হয় কেন্দ্রিয় শহীদ মিনারে। রাজনীতির শিক্ষক, সাংবাদিকতার শিক্ষক রইসুল হক বাহারের শেষযাত্রায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছিল শিষ্য–অনুরাগীদের। কান্নায় ভেঙ্গে পড়েছেন, আবার নীরবে অশ্রুপাত করেছেন কেউ। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় দিয়েছেন একাত্তরের রণাঙ্গনের এই বীর সেনানীকে। এর আগে তাঁর এক সময়ের স্মৃতিবিজড়িত কর্মস্থল নগরীর নন্দনকাননে শিক্ষা প্রতিষ্ঠান ফুলকির সামনে নেয়া হয়। সেখানে শিক্ষক–শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এরপর মরদেহ নেওয়া হয় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে আগে থেকেই রইসুল হক বাহারের আদর্শের অনুসারী, ভক্ত–অনুরাগীরা অপেক্ষায় ছিলেন। লাল–সবুজের পতাকায় মোড়ানো মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তারা।
এখানে শ্রদ্ধা জানান দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান, নগর আওয়ামী লীগের সহ–সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন, মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ, কবি ও সাংবাদিক আবুল মোমেন,মুক্তিযোদ্ধা–গবেষক ডা. মাহফুজুর রহমান, দৈনিক পূর্বদেশ সহযোগী সম্পাদক আবু তাহের মোহাম্মদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ,আইনজীবী সমিতির সাবেক সভাপতি সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী, কবি কামরুল হাসান বাদল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব,মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, দিলীপ দাশ, সিরাজুল ইসলাম বাবু, সৈয়দ ইকবাল দেওয়ান মাকসুদ, জাহাঙ্গীর হোসেন, সুপ্রভাত বাংলাদেশ ইউনিট প্রধান স. ম. ইব্রাহিম ও দৈনিক পূর্বদেশ ইউনিট প্রধান রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, সিইউজের সাবেক নেতা শামসুল হক, সিইউজে সদস্য তাজুল ইসলাম, আজিজুল কদির,খোরশেদ আলম শামীম, সাইদুল ইসলাম, শৈবাল আচার্য্য, রেজা মুজাম্মেল, মহরম হোসাইন, নুর মোহাম্ম্মদ টিপু, সজীব আহমেদ সাজীব, আলাউদ্দিন হোসেন দুলাল প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন করেন নগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্ট, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, সিপিবি চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম জেলা বাসদ মার্কসবাদী, জাতীয় মুক্তি কাউন্সিল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ, বাসদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সমাজ অনুশীলন চট্টগ্রাম, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম, জাসদ, গণমুক্তি ইউনিয়ন, মুক্তিযুদ্ধ একাডেমি চট্টগ্রাম, সমাজ সমীক্ষা সংঘ, গণঅধিকার চর্চা কেন্দ্র, গণসংহতি আন্দোলনসহ নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিকে দুপুর ২টায় চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অনুষ্ঠিত হয় আ ক ম রইসুল হক বাহারের নামাজে জানাজা। এরপর গার্ড অব অনার প্রদান শেষে তাঁকে বন্দর কবরস্থানে দাফন করা হয়। জানাজার আগে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে, পুলিশ কমিশনারের পক্ষে অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (বন্দর) আরেফিন জুয়েল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, দৈনিক পূর্বকোণ পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বন্দর সিবিএ, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মরহুম বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহারের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
গার্ড অব অনার প্রদান ও জানাযায় অন্যান্যের মধ্যে অংশ নেন চট্টগ্রাম বন্দরের সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং) মো. জাফর আলম, সদস্য (হারবার মেরিন) এম শফিউল বারী এনডি, সদস্য (প্রকৌশল) কমডোর খন্দকার আকতার হোসেন পিএসসি,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চিফ রিপোর্টার নওশের আলী খান, চট্টগ্রাম বন্দরের উপ–সচিব আজিজুল মওলা, চিফ পার্সোনাল অফিসার মো. নাছির উদ্দিন,চিফ অডিট অফিসার মো. রফিকুল আলম, পরিচালক (পরিবহন) গোলাম সরোয়ার, সহকারী ট্রাফিক ম্যানেজার খন্দকার মিজানুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ সরদার, ডা. মাহফুজুর রহমান,সাংবাদিক ছাবের আহমেদ আজগরি প্রমুখ।
তথ্যসূত্রে- দৈনিক আজাদী