রাষ্ট্রপতি চট্টগ্রাম আসছেন আজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) ও বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ)-তে বেশ কিছু অনুষ্ঠানে যোগদান করতে আজ বিকেলে তিন দিনের সফরে চট্টগ্রাম আসছেন। খবর বাসসের।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, ‘রাষ্ট্রপতি শনিবার ভাটিয়ারীর বিএমএ-তে প্রেসিডেন্ট প্যারেড-২০১৮-তে যোগ দেবেন।’ তিনি আরো বলেন, ‘এছাড়া রাষ্ট্রপতি পরের দিন রোববার বিএনএ-তে মিডশিপম্যান-২০১৬ ব্যাচ ও ডিরেক্ট এন্ট্রি অফিসার-২০১৮/বি ব্যাচ শীতকালীন প্রেসিডেন্ট মার্চ পাস্ট (কুচকাওয়াজ)-২০১৮-তেও যোগ দেবেন।’ রাষ্ট্রপতি রোববার বিকেলে ঢাকা ফেরার কথা রয়েছে।