রায়হান উদ্দিন চট্টগ্রাম জেলার নব পুলিশ সুপার  

নিউজ ডেস্ক : চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খান। এর আগে তিনি ঢাকার এন্টি টেরোরিজম ইউনিটে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে এসপি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে রায়হানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।