রাঙ্গুনিয়ায় নিজের ঘরে আগুনে পুড়ে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী গ্রাম থেকে যুবলীগ নেতা আবুল হাশেম তালুকদারের (৫০) অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ছয়টায় দিকে তার নিজ বাড়ি হতে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবুল হাসেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা আবুল হাশেম তালুকদার ওরুপে বাচা রাঙ্গুনিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তার স্ত্রী ও সন্তান বেড়াতে যাওযায় তিনি বাড়িতে একা ছিলেন। সকালে বাড়ি থেকে ধোয়া বের হওয়ার পর পাশ্ববর্তীরা জানতে পাওে আগুন লাগার বিষয়টি।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, আবুল হাশেমের ওই বাড়িতে গ্যাস সিলিন্ডারের চুলায় রান্না করা হতো। সকালে হাশেরে মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার করার সময় তার শরীর ছিল পোড়া। ঘরের ভিতর আসবাবপত্র মালামালও পোড়া ছিল। গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। শয়নকক্ষে কোন জানালা ছিল না তাই কক্ষে গ্যাস জমে ছিল। বৈদ্যুতিক গোলযোগ কিংবা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের লক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।