চট্টগ্রামে শিশু রাইফা মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডা. দেবাশীষ সেনগুপ্তকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া শুভ্র দেবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (০৭ জুলাই) দুপুরে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।
শিশু রাইফার মৃত্যুর ঘটনায় ২ চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগের প্রমাণ পেয়েছে সিভিল সার্জনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। রিপোর্ট পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেন।
এদের মধ্যে ডা. দেবাশীষ সেনগুপ্ত জবাব না দেয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়। অপর চিকিৎসক শুভ্র দেবের জবাব পর্যালোচনা করে দেখা হচ্ছে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক বিধান রায়কে ম্যাক্স হাসপাতালে আর বিশেষভাবে ডেকে না আনার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৯ জুন রাতে চিকিৎসায় অবহেলার কারণে ম্যাক্স হাসপাতালে মারা যায় সাংবাদিক কন্যা শিশু রাফিদা খান রাইফা।