সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেছেন জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। ক্রিকেট, ফুটবল ছাড়াও সারা বছরই গ্রামীণ বিভিন্ন খেলাধুলার আয়োজন বাড়াতে পারলে ছাত্র–ছাত্রী তথা পুরো যুব সমাজকে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবেও সুস্থ রাখা সম্ভব হবে।
তিনি গত শুক্রবার সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে ফ্রেন্ডশীপ অরগনাইজেশন আয়োজিত শহীদ স্বপন–খোকা স্মৃতি ক্রিকেট টুর্র্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন শহীদ মনিরুল ইসলাম খোকার ছোট ভাই সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্ল্যা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজাম্মেল হক, সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব একেএম মোরশেদ, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, আবদুল মান্নান, রকিবুল হক দিপু, নাছির উদ্দিন আক্তার, ডা. জাবেদ বিন সাগর, একেএম আসাদ, আবদুল গফুর, জাবেদ ইকবাল, মো. দিনার, মামুনুল হক, মো. ঈসমাইল, সাতকানিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর মাছুমা বেগম, মোহাম্মদ জুনাইদ, মোহাম্মদ এনামুল হক ও আবদুল মালেক।
উদ্বোধনী খেলায় কেঁওচিয়ার চেয়ারম্যান পাড়া ছাত্র যুব ঐক্য পরিষদ ৫২ রানে পটিয়া মোহামেড়ান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে চেয়ারম্যান পাড়া ছাত্র যুব ঐক্য পরিষদের খেলোয়াড় মো. জুনাইদ। প্রেস বিজ্ঞপ্তি