যুবলীগনেতা বাবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা

কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা হয়েছে। সোমবার (০৫ মার্চ) সকালে বাবরের ভাই ফয়জল আকবর চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে রোববার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা নগরীর নন্দনকানন এলাকায় হেলাল আকবর চৌধুরী বাবরের বাড়ির নিচে রাখা জিপ গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে।

গুলি বর্ষণের ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, রোববার রাতে নীল রঙের একটি প্রাইভেটকারে এসে দৃর্বৃত্তরা যুবলীগ নেতা বাবরের বাড়ির নিচে রাখা গাড়িতে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় বাবরের ভাই থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হচ্ছে।

ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানোর কথাও জানান ওসি।

এ ঘটনার পর বাবরের অনুসারী নেতাকর্মীরা রাতেই বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।