ম্যাচ বাঁচাতে ব্যাট করছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে আজ রোববার পঞ্চম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রিপোর্টটি তৈরি করা পর্যন্ত ৩৯ ওভারে ৩ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১২০ রান। ক্রিজে আছেন মুমিনুল হক (৪২) ও লিটন দাস (১২)।

শনিবার চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিলো ৩ উইকেটে ৮১ রান। আগের দিনের ৩ উইকেটে ৫০৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। ৬ উইকেটে হারিয়ে আরও ২০৯ রান যোগ করে ৯ উইকেটে, ৭১৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। কুশল মেন্ডিস সর্বোচ্চ ১৯৬ রান করেন।

এছাড়া ধনঞ্জয় সিলভা ১৭৩, রোশেন সিলভা ১০৯ ও দিনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে ৮৭ রান।

তাইজুল ইসলাম ৪টি ও মেহেদী মিরাজ নেন ৩টি উইকেট। ২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস যোগ করেন ৫২ রান। তামিম ৪১ ও ইমরুল বিদায় নেন ১৯ রানে।

দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ২ রানে আউট হন মুশফিকুর রহিম। এর আগে ৫১৩ রানে প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ।