টেরিবাজার জিএম মেগামার্ট–এর ৫ম বর্ষপূতি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় র্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়। এতে ৪র্থ পুরস্কার ২০০ জন কে ১০০০ টাকার গিফট ভাউচার, ৩য় পুরস্কার ১টি এলইডি টেলিভিশন, ২য় পুরস্কার ১টি ফ্রিজ ও ১ম পুরস্কার ১টি মোটর সাইকেল বিজয়ীদের হাতে তুলে দেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদক, ও মহিলা কমিশনার আঞ্জুমান আরা বেগম এবং জিএম মেগামার্টের কর্ণধার আলহাজ্ব আব্দুল হান্নান।