মৌসুমীর ২৫ বছর

প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমীর চলচ্চিত্র ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করলেন। ১৯৯৩ সালের ২৫ মার্চ তার অভিনয়ে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি মুক্তি পায়। সালমান শাহ-মৌসুমী জুটির প্রথম ছবিটি সেসময় তুমুল ব্যবসা সফল হয়।

১৯৯৩ থেকে ২০১৮-এই সময়ে মৌসুমী উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র।

মৌসুমী বলেন, দিনটিকে ঘিরে তেমন কোনো পরিকল্পনা নেই। সকাল থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছি। বিকেলে কেকও কাটা হবে। পরিবারের পক্ষ থেকে ওমর সানি, ফারদিন ও ফাইজা আমাকে শুভেচ্ছা জানিয়েছে। তাদের সঙ্গে সময় কাটাতে পেরেও আমি ধন্য।

সর্বশেষ এই নায়িকার অভিনীত ও উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পারিবারিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের এ ছবিতে তার বিপরীতে ছিলেন ওমর সানি। তার হাতে একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’, ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’, রাশেদ রাহার ‘নোলক’, হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’সহ বেশ কয়েকটি ছবি রয়েছে।

এছাড়াও কাজী হায়াত পরিচালিত ‘আমার স্বপ্ন আমার দেশ’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ১৯৯৭ সালে কাজী হায়াতের নির্দেশনায় প্রথম অভিনয় করেন মৌসুমী। প্রয়াত নায়ক মান্না প্রযোজিত-অভিনীত ‘লুটতরাজ’ নামের এ ছবিতে অভিনয়ের পর একই পরিচালকের নির্দেশনায় ১৯৯৯ সালে ‘আম্মাজান’, ২০০০ সালে ‘কষ্ট’, ‘বর্তমান’, ‘ইতিহাস’ এবং সর্বশেষ ২০০৩ সালে ‘মিনিস্টার’ ছবিতে অভিনয় করেন।