মোবাইল কোর্টকে সমর্থন জানিয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসূচি

সড়ক দূর্ঘটনা রোধে প্রশাসনের মোবাইল কোর্ট উদ্যেগকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা কর্মসূচি পালন করেন। মোবাইল কোর্ট চলাকালে যে সকল গাড়ির কাগজপত্র এবং ড্রাইভারের লাইসেন্স সঠিক ছিল তাদেরকে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নির্বাহী ম্যজিস্ট্রেট জিয়াউল হক মীরের নেতৃত্বে মোবাইল কোর্ট চলাকালে দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা এনায়েতুল্লাহ সানি, মুবিনুল হক চৌধুরী, মিজানুর রহমান, মো. সোহেল উদ্দীন, ইয়াছিন আরাফাত সিজার, সনজিৎ , আবদুল মুজিদ, রফিক, ফাহিম, সাদ্দাম, সাজ্জাদ, আরিফ।