গেলো দশ বছরে এই নিয়ে সাতবার লা লিগা খেতাব উঠল বার্সেলোনার ঘরে। দেপোর্তিভো লা করুনার মাঠে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এতে ৪-২ গোলে জিতে ২৫তম শিরোপা জিতে নিলো স্প্যানিশ জায়ান্টরা।
নিজেদের চার ম্যাচ বাকি থাকতেই বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে গেলো কাতালানরা। লিগে এখন পর্যন্ত অপরাজিত আর্নেস্তো ভালভার্দের দল।
স্টাডিও রাইজরের এই ম্যাচে ক্যারিয়ারের ৪৬তম হ্যাটট্রিক করলেন মেসি। স্প্যানিশ লিগের ইতিহাসে ৩১তম হ্যাটট্রিক এবং ব্লাউগ্রানাদের হয়ে সব রকম প্রতিযোগিতায় ৪১তম। আর্জেন্টিনার জার্সিতেও ৫টি হ্যাটট্রিক রয়েছে পাঁচবারের ব্যালন’ডি অর জয়ীর। এর মধ্য মোট ১২বার পেনাল্টির মাধ্যমে হ্যাটট্রিক তুলে নেন।
এর মধ্যে ক্লাব ক্যারিয়ারে ১০টি হ্যাটট্রিক করেছেন পেনাল্টিতে। অন্যদিকে আলবিসেলেস্তেদের হয়ে পেনাল্টিতে দুটি হ্যাটট্রিক করেন।
৩০ বয়সী ফরোয়ার্ডের চেয়ে চারটি হ্যাটট্রিক বেশি রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের ক্যারিয়ারের ৫০টির মধ্যে মোট ২৪ বার পেনাল্টির মাধ্যমে হ্যাটট্রিক করেছেন। পর্তুগিজ তারকা ক্লাব ক্যারিয়ারে ২২ বার ও জাতীয় দলের জার্সিতে ২ বার পেনাল্টির মাধ্যমে হ্যাটট্রিক তুলে নেন।
এদিন আরেকটি রেকর্ড গড়লেন ক্ষুদে জাদুকর। লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে সাত মৌসুমে ৩০ বা তার বেশি গোলের দেখা পেলেন আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে তার মোট গোল ৩২টি।
এনিয়ে ৩৪ ম্যাচের মধ্যে বার্সা জয় তুলে নিয়েছে ২৬টিতে। ড্র হয়েছে ৮টি ম্যাচ৷ পয়েন্ট টেবিলে ৮৬ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট তুলেছে। ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।