“মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে চট্টগ্রাম সরকারি মডেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়েছে
২৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম সরকারি মডেল কলেজে চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচীর শুরু করে চট্টগ্রাম মডেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু জাহেদ রবিন, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মো: আল-আমিন হোসেন, চট্টগ্রাম সরকারি মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি শফিউল ওমাম, সাধারণ-সম্পাদক জাহিদুল ইসলাম জিসান, ছাত্রলীগ নেতা মো: ইসমাম প্রমুখ।