মিলনমেলায় পরিণত হলো সাতকানিয়া সমিতির ইফতার ও দোয়া মাহফিল

ব্যবসা বাণিজ্য ও শিক্ষা-দিক্ষায় সাতকানিয়াবাসীর সুনাম আজ দেশে বিদেশে । এই সুনাম অব্যাহত রাখার ক্ষেত্রে সাতকানিয়া সমিতি বিশেষ অবদান রাখবে। ৩০ মে বুধবার অনুষ্ঠিত  চট্টগ্রামে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সাতকানিয়া সমিতির উদ্যেগে আয়োজিত সমিতির সদস্যদের আইডি কার্ড বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বনফুল কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি, সাতকানিয়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও আলোকিত সাতকানিয়ার প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতী আলহাজ্ব আবুল বশর আবু, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী্, এমপি নদভীর সহধর্মিনী বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, হাজী রফিক আহমেদ, আমিলাইশের সাবেক চেয়ারম্যান সরোয়ার উদ্দিন, নলুয়া ইউনিয়ন চেয়ারম্যান তসলিমা আক্তার, আলোকিত সাতকানিয়ার নির্বাহী সম্পাদক আমানুল আলম,  সাতকানিয়া সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মিডিয়া সম্পাদক সরোয়ার আমিন বাবু , বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক আহামদ হোসেন  ও তামাকুমণ্ডি লেইন ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও চট্টগ্রামে  শহরে বসবাসরত সাতকানিয়া সমিতির হাজারো সদস্যরা। 

এছাড়াও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূইয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেনসহ অন্যান্যরা।

সাতকানিয়া সমিতির আহ্বায়ক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন ও সমিতির সদস্য সচিব ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো.জুবায়ের এর সঞ্চলনায় অনুষ্ঠানের মুল পর্ব শুরু হয়।

ইফতার মাহফিল শেষে লটারীর মাধ্যমে সাতকানিয়া সমিতির পক্ষ থেকে দুইজন সদস্যকে পবিত্র ওমরা হজ্বে নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন।বিজয়ীরা হলেন সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের বাসিন্দা মো. এমরান ও পুরাণগড় ইউনিয়নের বাসিন্দার মিজানুর রহমান।  এছাড়াও সাতকানিয়া সমিতির সদস্যদের আইডি কার্ড বিতরণ করা হয়। সময়ের স্বল্পতার কারণে সকল সদস্যের আইডি কার্ড দেওয়া সম্ভব হয়নি। বাকিদের পরে দেওয়া হবে।

উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোকিত সাতকানিয়া’র একটি তথ্য ডেস্ক ছিল। যেখান থেকে  সাতকানিয়া সমিতির সদস্যরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।এবং প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান সরাসরি সম্প্রসার করেন অনলাইন নিউজ পোর্টাল আলোকিত সাতকানিয়া ।

উল্লেখ্য, জনকল্যাণমুলক সংগঠন সাতকানিয়া সমিতির সুনাম আজ দেশে বিদেশে। মানবতার আদর্শ ও সেবার ব্রত নিয়ে ২০১০ সালে একঝাক কর্মবীর উদ্যেমী মানুষের সম্মিলিত প্রচেষ্ঠায় গড়ে উঠেছিল এই সংগঠনটি। প্রাথমিকভাবে ১১ জনের কর্মপ্রচেষ্ঠায় সংগঠনের যাত্রা শুরু হয়। তা ক্রমান্বয়ে আজ হাজার ছাড়িয়ে বৃহৎ সংগঠনে রূপ নিয়েছে।