ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ব্যাটিং-বোলিং দুইটিতেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে বাংলাদেশ। এই ম্যাচে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচের দুই ইনিংসে মিরাজের বোলিং ফিগার যথাক্রমে ৭/৫৮ ও ৫/৫৯। ২১ বছর বয়সী এই স্পিনারের ৭/৫৮ বোলিং ফিগারটি টেস্টে সেরা।
ক্যারিয়ার সেরা বোলিং করার পর টেস্টে আইসিসি খেলোয়াড় র্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। বোলারদের তালিকায় ১৪ ধাপ উন্নতি করে ১৬তম অবস্থানে উঠে এসেছেন তিনি। এটি তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। তার রেটিং পয়েন্ট ৬৯৬। এটি তার ক্যারিয়ারে সর্বোচ্চ রেটিং পয়েন্ট।
টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটসম্যানদের তালিকায় সাত ধাপ উন্নতি করে ২১তম অবস্থানে উঠে এসেছেন।
ঢাকা টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে মাহমুদউল্লাহ রিয়াদ র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১৫ ধাপ উন্নতি করে ৪৮তম অবস্থানে উঠে এসেছেন। কিন্তু মুমিনুল হকের দুই ধাপ অবনতি হয়েছে। ২৬তম অবস্থানে রয়েছেন এই ব্যাটসম্যান। সাত ধাপ নিচে নেমে ২৮তম অবস্থানে আছেন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
আলাকিত সাতকানিয়া/এইচএম