মিরসরাই ট্র্যাজেডি ৭ম বছর : চোখের জলে নিহতদের স্মরণ

চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির সপ্তম বর্ষপূর্তি পালিত হলো। অশ্রসিক্ত নয়নে সন্তানদের স্মরণ করলো স্বজন, এলাকাবাসী।

বুধবার নানা আয়োজনে মিরসরাই ট্র্যাজেডির কথা স্মরণ করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া শোক র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নিহত ছাত্রদের স্বজনরা উপস্থিত ছিলেন।

র‌্যালী শেষে নিহত ছাত্রদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’ এ পুষ্পস্তবক অর্পন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ দিনকে স্মরণ করতে আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মৃতিচারণ ও আলোচনা সভারও আয়োজন করা হয়।

এম আলা উদ্দিনের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা এসএম গোলাম সরওয়ারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসিমন আক্তার কাকলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার প্রমুখ।

প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মিরসরাই ট্র্যাজেডি শুধু মিরসরাইবাসীর জন্য শোকগাঁথা নয়। এটি পুরো দেশকে নাড়া দিয়েছিল।

তিনি আরো বলেন, আবুতোরাব উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা দাবি উঠেছিল। বিষয়টি সরকারের নজরে রয়েছে। নতুন করে উচ্চ বিদ্যালয় সরকারি করণের ঘোষণা এলে আবুতোরাব উচচ বিদ্যালয়কে প্রথমে সরকারিকরণ করা হবে।

প্রসঙ্গত ২০১১ সালের ১১ জুলাই সোমবার মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে একটি মিনি ট্রাকে করে বিজয়ী এবং বিজিত উভয় দলের খেলোয়াড় ও সমর্থকরা আবুতোরাব এলাকায় তাদের বাড়ি ফিরছিলো।

বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় প্রায় ৬০-৭০ জন শিক্ষার্থী নিয়ে ডোবায় উল্টে যায় মিনিট্রাকটি। ডোবা থেকে একে একে উদ্ধার করা হয় লাশ আর লাশ। ২০১১ সালের ২৪ নভেম্বর রাত ৯ টায় ওই দুর্ঘটনায় আহত নয়নশীলের প্রয়ান পর্যন্ত ৪৫ টি মৃত্যু গুনতে হয় এলাকাবাসীকে। সব মিলিয়ে ৪৫ জনের প্রাণের বিনিময়ে রচিত হয় মিরসরাই ট্র্যাজেডি।

এ ঘটনার পর আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী উর্ধতন কর্মকর্তাবৃন্দ।