মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ নিহত

মিরসরাই উপজেলার আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুর রসুল (৪৫) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার (২ এপ্রিল)দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় একটি লেগুনাকে (সেইফ লাইন) পেছন দিক থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলেজ থেকে এইচএসসি পরীক্ষার কেন্দ্র নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে যাচ্ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিরুল ইসলাম  জানান, গুরুতর আহত অবস্থায় অধ্যক্ষকে উদ্ধার করা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) একরামুল ইসলাম বলেন, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানের চালক আবদুর রহমানসহ গাড়িটি আমরা আটক করেছি।