চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়।
রবিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ৫ নম্বর ওছমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট মৎস্য প্রকল্প এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (২৭)। তাঁর গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার আকলঘাটা এলাকায়।
মৎস্য চাষী নিজাম উদ্দিন জানান, সাদ্দাম মুহুরী নদীতে চিংড়ী পোনা আহরন করতো। সে দীর্ঘদিন ধরে এখানে রয়েছে। রবিবার দুপুরে রান্নার জন্য লাকড়ি আনতে যাওয়ার সময় বজ্রপাতে সে গুরত্বর আহত হয়। এসময় আরো দুইজন আহত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তাঁর লাশ গ্রাম বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
ওছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ আহমদ মাষ্টার বজ্রপাতে যুবক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।