মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বারৈয়ারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রেহেনা আকতার (৪০)। তিনি উপজেলা করেরহাট ইউনিয়নের ঘোড়ামারা এলাকার জুনাব আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, অসুস্থ রেহেনা আকতার সকালে চিকিৎসকের কাছে যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে।