মাহমুদউল্লাহ ও বোল্টকে জরিমানা

টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে ম্যাচ ফি’র ১০ শতাংশ এবং কিউই পেসার ট্রেন্ট বোল্টকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তাছাড়া দুই ক্রিকেটারেরই নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভিন্ন ঘটনায় দুজনকে জরিমানা করা হয়েছে। মাহমুদউল্লাহ আউট হয়ে ফেরার পথে ব্যাট দিয়ে পিকেট ফেন্সে আঘাত করেন। নিউজিল্যান্ড যখন ফিল্ডিং করছিল তখন বোল্ট দুইবার বাজে শব্দ ব্যবহার করেন। দুজন ক্রিকেটারই ম্যাচ রেফারি স্টিভ বার্নার্ডের দেয়া শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।