মালয়েশিয়ায় নতুন রাজা নির্বাচনে ‘কাউন্সিল অব রুলারস’ এর বৈঠক

মালয়েশিয়ায় নতুন রাজা নির্বাচিত করার দিন-ক্ষণ নির্ধারণে বৈঠক করেছে দেশটির বিভিন্ন প্রদেশের রাজ পরিবারের প্রতিনিধিরা। সুলতান মোহাম্মদ পঞ্চমের আকস্মিক পদত্যাগের পর নতুন রাজা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে তারা। মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বারনামাকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে। ব্রিটেনের ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্টারি সিস্টেম ধারার সরকারব্যবস্থায় পরিচালিত মালয়েশিয়ায় রয়েছে প্রতীকী রাজতন্ত্র। ১৯৫৬ সালে ব্রিটিশ উপনিবেশের কবলমুক্ত হওয়ার পর দেশটির রাজ্যগুলোর অস্তিত্ব বিলোপ করে ৯ মালয় রাজ্যের রাজার সমন্বয়ে গঠন করা হয় ‘কাউন্সিল অব রুলারস’। এই কাউন্সিলের সদস্যরাই নিজেদের ভোটে পর্যায়ক্রমে এক একজনকে রাজা নির্বাচিত করেন।
২০১৬ সালের ডিসেম্বরে পাঁচ মেয়াদের জন্য উত্তর-পূর্বাঞ্চলীয় মালয় রাজ্য কেলানতানের শাসক সুলতান মোহাম্মদ পঞ্চম দেশটির ১৫তম রাজা নির্বাচিত হন। সম্প্রতি চিকিৎসা ছুটি নিয়ে রাশিয়ায় গিয়ে ৪৯ বছর বয়সী এই রাজা বিয়ে করেছেন বলে গুঞ্জন শুরু হয়। গত রবিবার আকস্মিকভাবে পদত্যাগ করে সুলতান পঞ্চম মোহাম্মদ। বারনামার প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন রাজা নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য গতকাল সোমবার মালয়েশিয়ার ৯ প্রদেশের ৬ শাসক জাতীয় প্রাসাদে বৈঠক করেছেন।