মারা গেলেন সিনিয়র বুশ

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ (সিনিয়র) মারা গেছেন। তিনি জর্জ এইচ ডব্লিউ বুশ নামে পরিচিত ছিলেন।

সিনিয়র বুশের পরিবারের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ৩০ নভেম্বর, শুক্রবার ৯৪ বছর বয়সে তিনি মারা যান।

এর আগে সিনিয়র বুশের স্ত্রী বারবারা বুশ ৯২ বছর বয়সে গত ১৭ এপ্রিল মারা যান। বারবারার সঙ্গে ৭৩ বছর সংসার করেছেন তিনি। বারবারার শেষকৃত্যানুষ্ঠানের পরই অসুস্থ হয়ে পড়েন সিনিয়র জর্জ বুশ।

জর্জ এইচ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সে সময় ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে ছিলেন বারবারা বুশ। পরে তার সন্তান জর্জ ডব্লিউ বুশ ২০০০ সালে ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দুই দফায় প্রেসিডেন্ট ছিলেন তিনি।

আলোকিত সাতকানিয়া/এইচএম