মানুষকে শুধু নয়, বিধাতাকে খুশী করতেও লায়নিজমের পতাকা উড়াই-ফার্স্ট ভাইস গভর্নর লায়ন কামরুন মালেক

লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি-৪ এর ফার্স্ট ভাইস গভর্নর লায়ন কামরুন মালেক বলেছেন, মানুষের সেবার মাঝে যে আনন্দ তা পৃথিবীর আর কিছুতেই নেই। লায়নরা প্রতিনিয়ত সেই কাজটিই করে যাচ্ছে। লায়নিজম এমন একটি মন্ত্র- যেই মন্ত্রে পৃথিবীর সেবার জগতটাই পাল্টে গেছে। বিশ্বের সবচেয়ে বড় এই সেবা সংগঠনের মাধ্যমে প্রতি সেকেন্ডেই পৃথিবীর কোথাও না কোথাও সেবা কার্যক্রম চলছে। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে বোয়ালখালী আহলা দরবার শরীফের অন্যতম অলীয়ে কামেল, মোনাজেরে আহলে সুন্নত, আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী আল-চিশতীর (রহঃ) ৮ম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ব্যাবস্থাপনায় লায়ন্স ক্লাব অব চিটাগাং ইমেপ্রস’র সহযোগিতায় ফ্রি-চক্ষু চিকিৎসা ক্যাম্প, চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা, ব্লাড গ্রুপিং এবং শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, মানুষ বিধাতার অপূর্ব এক সৃষ্টি। তাই এই মানুষগুলোর জন্য কিছু করতে পারলে স্বয়ং বিধাতাও খুশী হন। আমরা শুধু মানুষকে নয়, বিধাতাকে খুশী করতেও লায়নিজমের পতাকা উড়াই। লায়নিজম করি। তিনি বলেন, পৃথিবীতে সব মানুষকে সমান করে পাঠানো হয়নি। ভাগ্য বিড়ম্বিত বহু মানুষ রয়েছেন। যাদের সাহায্যের প্রয়োজন। সামর্থবান মানুষেরা যখন এসব মানুষের দিকে সহায়তার হাত বাড়ান, তখন শুধু ওই মানুষই নন, বিধাতাও খুশী হন।তাই মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার কারণে আমাদের সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সেবার হাত প্রসারিত করতে হবে। এ ক্ষেত্রে সমাজের সামাজিক সংগঠনসহ বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমরা সকলে স্ব স্ব অবস্থান থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারলে শুধু গরীব মানুষ উপকৃত হবে না, সাথে সাথে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। এ জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সেবার মানসিকতা নিয়ে অসহায় এসব মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে হবে। কর্মসূচির উদ্বোধন করেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (ম. জি. আ)।
বিশেষ অতিথি ছিলেন জেলা কেবিনেট ট্রেজারার লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম,ছরওয়ার জামান,অধ্যক্ষ মাওলানা নেজাম উদ্দিন চিশতী সহ মাদরাসার শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও ছাত্র-ছাত্রীগণ,আঞ্জুমানের কর্মকর্তা ও সদস্যগণ, দরবার শরীফের ভক্ত-আশেকগণ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য এ ক্যাম্পের মাধ্যমে প্রায় ছয়শত রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।