বর্তমান শিক্ষাবান্ধব সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে যুগোপযোগী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বেতনভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মত দ্বিগুণ করেছে। বললেন সাতকানিয়া-লোহাগাড়া-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।
সাতকানিয়া কাঞ্চনার দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি এসব কথা বলেন।
এমপি নদভী আরো এসময় আরো বলেন, পাশাপাশি কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে সম্প্রতি এক হাজারের অধিক কওমি মাদ্রাসার সনদধারী আলেমদেরকে চাকরির ব্যবস্থা করেছে। যা অতীত সরকার করেনি। অন্যদিকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের প্রতি সদয়বান হয়ে মিয়ানমারের রোহিঙ্গাদেরকে এই দেশে স্থান দিয়ে তাদের খাবার ও থাকাসহ আমার দেশের নাগরিকের মত সুযোগ প্রদান করে বিশ্বে অনন্য নজির সৃষ্টি করেছেন। ইসলাম মানবতার ধর্ম, আদর্শ ও হেকমতের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার ঘটাতে হবে। গারাংগিয়া দরবারের কর্ণধারগণ সঠিক ও শিরিক বেদায়াত মুক্ত তরিকতের মাধ্যমে দ্বীনের প্রচার করেছেন। আর গারাংগিয়া দরবার থেকে খেলাফত লাভ করে ইংল্যান্ডের জমিনে সাতকানিয়ার কৃতীসন্তান ইংল্যান্ড জালালিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ লোকমান ফারুকী তরিকতের পাশাপাশি এদেশে শিক্ষা ও সমাজসেবার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছে।
গারাংগিয়া দরবারের পীর শাহ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে দারুল ইহসান মহিলা মাদ্রাসা ময়দানে দ্বিতীয় দিবসে প্রধান বক্তা ছিলেন–ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাঈন উদ্দিন হাসান চৌধুরী, অতিথি ছিলেন ওসিইও বশর গ্রুপের চেয়ারম্যান আবুল বশর (আবু), চট্টগ্রাম মেডিকেলের অধ্যাপক ডা. এম এ কাদের, জেলা পরিষদ সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন, সুপার নুরুল আলম ফারুকী, অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম ছমদি, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালাম, কাঞ্চনা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোখলেছ উদ্দিন জাকের, মুহাম্মদ আজম, মুহাম্মদ আজাদ, বক্তব্য রাখেন– উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম, সাংবাদিক আবু বকর মেহেদী, প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল খালেক, মাওলানা জসিম উদ্দিন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে মুনাজাত পরিচালনা করেন দরবারে ফারুকী লন্ডনের খলিফা মাওলানা মুহাম্মদ ইউসুফ বিন নুরী। প্রেস বিজ্ঞপ্তি।