মাদক বিক্রি ও আসক্তি দিনদিন বেড়েই চলছে। বর্তমানে এটি ভয়াবহ সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। মাদকাসক্তি আমাদের সমাজে এক সর্বনাশা ব্যাধিরূপে বিস্তার লাভ করছে। দুরারোগ্য ব্যাধির মতোই মাদকাসক্তি আমাদের তরুণ সমাজকে গ্রাস করেছে। তরুণ ও যুবসমাজের বড় একটা অংশ আজ মাদক নামক মরণ নেশায় আক্রান্ত। তিনি বলেন, মাদক, দুর্নীতি- জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত ছিল এবং থাকবে। এই অবৈধ ও ঘৃণিত কর্মকান্ডের সাথে কাউকে ছাড় দেওয়া হবেনা। আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে জনসাধারণের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত করার যেকোন অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।
আজ ২৭ আগস্ট ( বৃহস্পতিবার) সাতকানিয়া উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক সভাদ্বয়ের মুখ্য উপদেষ্টার বক্তব্যে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি উপরোক্ত কথা গুলো বলেন।
আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল সালাম চৌধুরী এবং উন্নয়ন বিষয়ক সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব । সভাদ্বয়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, দোহাজারী হাইওয়ে অফিসার ইনচার্জ ইয়াসিন আরফাত,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আব্দুল মজিদ ওসমানী, সাতকানিয়া পৌর সভার মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য সাহিদা আক্তার জাহান, জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, এড. প্রদীপ কুমার, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, উপজেলা নির্বাহী প্রকৌশলী পারভেজ সরওয়ার, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম উদ্দিন, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান নুর আহমদ, ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, কেওচিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, কালিয়াইশ ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, পুরানগড় ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান, আমিলাইশ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, চরতি ইউপি চেয়ারম্যান ডা. রেজাউল করিম, নলুয়া ইউপি চেয়ারম্যান তসলিমা আক্তার, ঢেমশা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রিদুওয়ান, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা সরওয়ার উদ্দিন চৌধুরী, আবু ছালেহ, মাননীয় সাংসদের সহকারী সচিব সাহাদত হোসেন সাহেদ, দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ।