সাতকানিয়ায় বড়শী দিয়ে মাছ ধরার সময় পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। ১৫ জুলাই (বুধবার) বিকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রেজাউল করিম(৫৬) সাতকানিয়া সরকারি কলেজের অফিস সহকারী এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছরা গ্রামের ইব্রাহিম মাস্টারের ছেলে।
সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়ার ফারুখ ইমু জানান, বুধবার বিকালে সাতকানিয়া সরকারি কলেজের পুকুরে বড়শী দিয়ে মাছ ধরার সময় বড় একটি মাছ আটকে যায় তার বড়শীতে। মাছটি ছাড়াতে পানিতে ডুব দেন রেজাউল করিম। ডুব থেকে উঠে না আসলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।