মাইকিং করে জীবন চলে চন্দনাইশ উপজেলার দোহাজারীর কামরুলের।

মাইকিং জীবন চলে চন্দনাইশ উপজেলার দোহাজারী কামরুলের
সে বরিশালের ভোলার মুন্সি জহিরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম মোস্তফা(৩২)। সৎ মা’র অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে চাচার হাত ধরে ১৪ বছর বয়সে চট্টগ্রামে আসে। শিক্ষাগত যোগ্যতায় সে এসএসসি পাশ । প্রথম অবস্থায় সে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রিকসা চালানোর মাধ্যমে জীবন যাপন শুরু করে। পরবর্তীতে ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত গার্মেন্টস-এ চাকরী করে কামরুল। চাকরী করাকালীন সময় দোহাজারী কিল্লাপাড়ার নুর আলীর মেয়ে নূরজাহানের সাথে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে সুবাদে পরবর্তীতে ২০০৩ সালে তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয়। তাদের সংসারে ১ ছেলে, ১ মেয়ের জন্ম হয়।
ছেলে ৮ম ও মেয়ে ২য় শ্রেণিতে অধ্যয়নরত আছে। ২০০৮ সালে কামরুল তার প্রেমিকা তথা স্ত্রীর হাত ধরে দোহাজারী কিল্লাপাড়ায় খুঁটি গাড়ে। সেখানে রিকসা চালিয়ে জীবন যাপন শুরু করে। পরবর্তীতে রিকসা চালানোকে সে পেশা হিসেবে নিতে না পেরে তার কন্ঠ ভালো থাকায় মাইকিং তথা ক্যাম্পাসের কাজে নেমে যায়। বর্তমানে সে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়াসহ বিভিন্ন এলাকায় শোক সংবাদ, বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানসহ প্রচার কাজে সময় পার করছেন কামরুল। তিনি বলেন, এক সময় ২ থেকে ৩শ টাকা পেলেও, বর্তমানে একদিন মাইকিং এর জন্য খাওয়া-দাওয়ার পাশাপাশি ৬ থেকে সাড়ে ৬শ টাকা করে তার আয় হয়। এ টাকা দিয়ে তার দুই সন্তান, স্ত্রীসহ চার সদস্যের সংসার চলে। দোহাজারী তথা চন্দনাইশ এলাকায় এক নামে পরিচিত ক্যাম্পাসার কামরুল।
বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় এ কামরুলকে। তিনিও অনুষ্ঠান সঞ্চালনা করে আয় রোজগারের পাশাপাশি সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে উঠায় নিজেকে খুব উৎসাহ বোধ করেন অনুষ্ঠান সঞ্চালনা তথা ক্যাম্পাসের দায়িত্ব্ পালন করতে। কামরুল বলেন, এ পেশা তার খুব ভালো লাগে এবং সে এটার মাধ্যমে তার সংসার জীবন চালিয়ে যেতে চায়। সে অনুষ্ঠান সঞ্চালনার জন্য ইতোমধ্যে বিভিন্ন সংগঠন থেকে পুরস্কারও পেয়েছেন। কামরুলকে তার কর্মদক্ষতার জন্য একটি সংগঠন সম্মাননা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। আগামীতে তার স্বপ্ন তার ছেলে-মেয়ে দুটিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলে দেশের জন্য কাজ করার মানসিকভাবে প্রস্তুত করা