গত ২৩ অক্টোবর মঙ্গলবার বোয়ালখালীর পশ্চিম কধুরখীল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেহেনা আক্তারের সভাপতিত্বে ও রুনু দাশের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। একসময় ভোট ক্রেতারা এসে লুকিয়ে টাকা দিতো, বিভিন্ন উপহার দিয়ে ভুল বুঝিয়ে নারীদের ভোট নেয়ার পর আর তাদের দেখা পাওয়া যেত না। যার ফলে দেশের উন্নতি হয়নি। আওয়ামী লীগ সেই অশুভ রাজনীতির গন্ডি পেরিয়ে আসতে সক্ষম হয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বলেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, সন্তানের নামের সাথে মায়ের নাম সংযোজন করে নারীর মর্যাদা বৃদ্ধি করে বিশ্বে সমাদৃত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামের সাধারণ মানুষ উন্নয়ন চায়, সন্তানের শিক্ষা চায়, সহজে চিকিৎসা চায়, বিদ্যুৎ চায়, নিজেদের পারিবারিক ও অর্থনৈতিক সমৃদ্ধি চায়। এই সরকার এসব চাহিদা পূরণ করেছে। এই ধারাবাহিকতা রক্ষা করতে দেশের উন্নয়ন, মর্যাদা ও সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আবারো শেখ হাসিনাকে জয়ী করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, দক্ষিণ জেলা আওয়ামী লীগ ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা আবুল মোকারম, মো. জমির উদ্দিন, শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবদুল মান্নান রানা, তারেকুল ইসলাম তারেক, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শামীম আরা বেগম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনি, পৌরসভার প্যানেল মেয়র শাহাজাদা এস এম মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, মোহাম্মদ মাসুদ, মোয়াজ্জেম হোসেন বাদল, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, আলহাজ শফিউল আলম শেফু, নুরুল আমিন খান, মো. মাহবুব মেম্বার, মো. মুছা, আবদুস সালাম, আবু কাউছার, দুদু মিয়া, আমিনুল হক, শাহাদাত হোসেন, মো. কামাল, নোলক জাহাঙ্গীর, আবু তৈয়ব, কাজী রাসেল, কাজী খোরশেদ মিল্টন, নেজাম উদ্দিন, সরওয়ার আলম, মহিউদ্দিন, মো. রাসেল তালুকদার, আবু বক্কর, মো. মোর্শেদ, মো. জসিম উদ্দিন, আনিসুর রহমান বাবর, নজরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মুহিন, ছাত্রনেতা এস এম কাজেম, আবু বকর, কায়সার, মো. মাহবুব রাসেল, শাহাদাত হোসেন, মো. কলিম, মো. নাঈম, মো. জাবেদ হোসেন, জাহাঙ্গীর রেজা, মো. জামশেদ, মো. ফারুক, রিকন, আল হাসান, মো. মামুন প্রমুখ।