মহিলা ভোটারদের মনজয় করতে নদভী পত্নী

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে দশম জাতীয সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে আবৃু রেজা নদভী সংসদ সদস্য পদপ্রর্থী। নদভী পত্নী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী স্বামীকে জয়ী করতে সাতকানিয়া-লোহাগাড়ার প্রত্যন্ত অঞ্চলে মহিলা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রতিনিয়িত।

সোমবার সকাল থেকে লোহাগাড়া উপজেলার চুনতী এলাকায় দিনব্যাপী উঠান বৈঠক, আলোচনা সভা ও গণসংযোগ কালে নৌকা প্রতীকে ভোট চেয়ে নদভী পত্নী রিজিয়া রেজা ভোটারদের উদ্দশ্যে বলেন, তার স্বামী আলেম ও আলেম পরিবারের সন্তান। একজন আলেম হিসেব তাঁর স্বামী যোগ্য প্রার্থী হিসেবে তিনিই যোগ্য।বিগত ৫ বছরে সাতকানিয়া-লোহাগাড়া আসনে ৩শ কোটি টাকার উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে।

রিজিয়া রেজা চুনতি এলাকায় পৌছলে মহিলারা বাড়ি থেকে বেড়িয়ে পড়েন। শত স্ফুর্তভাবে নিজেরা নৌকা প্রতীকে ভোট দিবেন বলে আশা ব্যক্ত করতে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আল্লামা ফজুলুল্লাহ ফাউন্ডেশনের সমাজসেবা বিভাগের পরিচালক, এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, মহিলা নেত্রী রোকমান আক্তার, ছেনু আরা বেগম, পারভীন আক্তারসহ স্থানীয়গণ্যমান্য ব্যাক্তিবর্গ।