মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আগ্রহী পারভিন আক্তার

পেশাজীবী নারীনেত্রী পারভিন আক্তার লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানিয়েছেন একান্ত সাক্ষাৎকারে।
তার বাড়ি আমিরাবাদ ইউনিয়নে। স্বামী নাম মো. সোহেল। পেশায় চাকরিজীবী। বর্তমানে স্থানীয় হোমল্যন্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানির সার্ভিসিং সেন্টারের ইনচার্জ হিসেবে কর্মরত। তিনি গতবারের নির্বাচনে প্রজাপতি প্রতীকে উক্ত পদে নির্বাচন করেন। নির্বাচনে ২২ হাজার ভোট পেয়েছিলেন। একেবারে প্রতিকূল পরিবেশের নির্বাচনে জামায়াত প্রার্থী ৩ জনই বিজয়ী হন। তাদের কৌশলগত কারণে তিনি পরাজিত হন। এরপরও তিনি মনোবল হারাননি বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন ও পূর্বের চেয়ে আরো দ্বিগুণ উৎসাহ-উদ্দীপনা নিয়ে আওয়ামী রাজনীতি প্রসারে কাজ করে যাচ্ছেন। এমনকি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্ভয়ে নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করে সফল হয়েছেন।