দৃষ্টিশক্তি নেই বৃদ্ধ মর্জিনা আকতারের। নগরের লালখান বাজারের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে উচ্ছেদ করা হয়েছে তাদের।
লোকমুখে শুনে সাহায্যের আশায় বৃহস্পতিবার (১০ জানুয়ারি) আরও তিন নারীসহ এসেছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীনের দফতরে। সব শুনে মেয়র ভূ-সম্পত্তি কর্মকর্তা এখলাছুর রহমানকে ডাকলেন। নির্দেশ দিলেন এনায়েত বাজারে চসিকের ভবঘুরে কেন্দ্রে চার নারীকে আশ্রয় দিতে।
আশ্রয়ের কথা শুনে তাদের চোখ ছলছল হয়ে ওঠে। কৃতজ্ঞতা জানান মেয়রের প্রতি।
এখলাছুর রহমান বাংলানিউজকে বলেন, অসহায় চার নারীকে পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন মেয়র।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চার নারীকে ভবঘুরে কেন্দ্রে রাখার ব্যবস্থা আছে কিনা তা দেখার নির্দেশ দিয়েছি। তবে যেকোনো সুবিধাজনক স্থানে তাদের পুনর্বাসন করা হবে।