মন্ত্রিসভায় রদবদল যেকোনো সময় হতে পারে

চলতি মেয়াদে সরকারের শেষ সময়ে এসে মন্ত্রিসভায় যে রদবদল আনা হয়েছে, তা স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ রোববার সচিবালয়ে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ফ্রান্সের প্রতিনিধি ও বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক সভাপতি প্যাসকেল ল্যামির সঙ্গে বাণিজ্যমন্ত্রী এদিন বৈঠক করেন।

তোফায়েল আহমেদ বলেন, ভালো উদ্দেশ্যেই মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে। যাদের দপ্তর পরিবর্তন হয়েছে তারা সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

নির্বাচনকে সামনে রেখে জোট সরকারের মন্ত্রিপরিষদে শরিক দলগুলোর নেতাদের রদবদল বিশেষ কোনো ইঙ্গিত বহন করে কিনা- এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। মন্ত্রিপরিষদে পরিবর্তন যেকোনো সময় হতে পারে। এটা রুটিন ওয়ার্ক।

তোফায়েল আহমেদ আরো বলেন, স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যে তিনটি শর্ত পূরণ করতে হয় তা বাংলাদেশ ইতোমধ্যেই পূরণ করেছে। শর্তগুলোর মধ্যে এক হাজার ২৪২ ডলারের বিপরীতে বাংলাদেশের মাথাপিছু আয় এক হাজার ৬১০ ডলার।

তিনি বলেন, বাংলাদেশ চলতি ২০১৮ সালের মার্চে নিম্ন মধ্য আয়ের দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল (ডেভলপিং) দেশে পরিণত হবে।

বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন এলডিসি ভুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে এভ্রিথিংস বাট আর্মস-এর আওতায় জিএসপি সুবিধা প্রদান করছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবার পরও বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা প্রদান করা হবে।

এজন্য মন্ত্রী প্যাসকেল ল্যামির সহযোগিতা কামনা করেন।