বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কঠিন সময়ে উদযাপিত হতে যাচ্ছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তর ঈদ, পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে কোরবানীর পশু গরু ছাগল ক্রয় বিক্রয়ের আমেজ দিন দিন চরমে। বিগত বছর গুলোতে কোরবানীর পশু হাট বাজারগুলো বেশির ভাগ চলাচলের গুরুত্বপূর্ণ সড়কের উপর বাজার বসানো হতো প্রশাসনের নাকের ডগায়। সাময়িক অসুবিধা হলেও ভুক্তভোগী ক্রেতা বিক্রেতারা তা মেনে নিতো ।
কিন্তুু বর্তমান চলমান করোনার কঠিন মুহুর্তগুলো সামাল দিতে সরকারী বিধি মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে খোলা মাটে বেচা বিক্রি করতে হবে কোরবানীর পশু। তাই
পশ্চিম সাতকানিয়া ঐতিহ্যবাহী কাঞ্চনা হাইস্কুলের খোলা মাঠে বসবে বিশাল গরু ছাগলের অস্হায়ী হাট বাজার। এতে আমিলাইশ,কাঞ্চনা,নলুয়া,চরতী,এওচিয়া, প্রায় অর্ধডজন গ্রাম ঘিরে অবস্থিত কাঞ্চনা হাইস্কুল, এমন খোলা মেলা স্হানে কোরবানীর পশু গরু ছাগলের হাট বাজার বসার খবরে পুরো এলাকা জুড়ে সকল ধর্মপ্রান মানুষদের মনে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। আয়োজকরা জানান, এলাকার অনেকেই বলছেন, এই বাজারের পার্শবর্তী চরাঞ্চল ও খাল বিল হওয়ায় বাজারে নানান ধরনের বিভিন্ন সাইজের দেশী লাল সাদা হরেক রকমের ক্রেতাদের পছন্দের গরু ছাগলের আগমনের সম্ভাবনা রয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সার্বিক ব্যবস্হাপনা চিন্তা করে আগামী ২৮ জুলাই মঙ্গলবার ও পরবর্তীতে বৃহস্পতিবার সবার পছন্দের সুন্দর ও নির্দিষ্ট বাজেটের গরু কেনা যাবে কাঞ্চনা হাইস্কুল মাঠ বাজারে অত্যন্ত নিরাপত্তার সাথে। এমনই প্রত্যাশা করছেন এলাকাবাসী।