ভোক্তা অধিকার নিয়ে সাধারণ মানুষকে আরো বেশী করে সচেতন করা প্রয়োজন এবং স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জনসচেতনতামুলক ভ্রাম্যমান ক্যাম্প নিয়মিত পরিচালনা করা উচিত ।
সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদের চৌমুহনী বনফুল কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা বলেন বক্তারা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বনফুল কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক প্রিয়াংকা দত্ত, চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, ক্যাব চট্টগ্রামের সভাপতি এস.এম নাজের হোসোইন ও বনফুলের ব্যবস্থাপনা পরিচালক আমানুল আলম সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।