এবার বিপুল পরিমাণ ভেজাল মসলাসহ একজনকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম। ফেনী জেলার সদর থানাধীন ফেনী পৌরসভার তাকিয়া এলাকায় অভিযান চালিয়ে মশলায় ভেজাল মিশ্রণের সময় ০১ জনকে আটক করে। র্যাব-৭ থেকে পাঠানো তথ্যে জানা যায়, তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে , ফেনী জেলার সদর থানাধীন ফেনী পৌরসভার তাকিয়া রোড এলাকায় অবস্থিত ‘দরবার গুড়া মসলা মিল’ এর ভিতর ভেজাল মসলা তৈরি করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ( ০৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একজন। র্যাব সদস্যরা আসামী মোঃ হুদা মিয়া (৪০), পিতা- মৃত শামসুল হক, গ্রাম- মহামনি, থানা- রামগড়, জেলা- খাগড়াছড়ি, বর্তমান ঠিকানা- দরবার গুড়া মসলা, তাকিয়া রোড, ফেনী সদর, ফেনী’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে উক্ত মিল তল্লাশী করে ১,৭৬২ কেজি ভেজাল মিশ্রিত মরিচের গুড়া, ৭২৬ কেজি ভেজাল মিশ্রিত হলুদের গুড়া, ৩৯৪ কেজি ভেজাল মিশ্রিত শুকনো মরিচ, ৪৮৮ কেজি ভেজাল মিশ্রিত ধনিয়া উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদের আরো জানা যায়, সে এসব ভেজাল পন্য নামীদামী কোম্পানীর মোড়ক ব্যবহার করে ফেনী জেলার বিভিন্ন বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।