ভুয়া প্রশ্ন ও ফল পরিবর্তনের প্রলোভন, চট্টগ্রামে গ্রেফতার ২

নগরের চকবাজার থানার দামপাড়া থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ভুয়া প্রশ্ন ও ফল পরিবর্তনের প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৬ এপ্রিল) দিনগত রাতে মো. আফজাল (২১) ও আবদুল্লাহ ফাহিমকে (১৯) গ্রেফতার করা হয়।

র‌্যাবের লে. কমান্ডার আশেকুর রহমান জানান, গ্রেফতার দুইজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসির ভুয়া প্রশ্নপত্র বিতরণ ও ফলাফল পরিবর্তনের প্রলোভন দেখিয়ে টাকা নিচ্ছিল।