সারাদেশের মতো সাতকানিয়ায় একুশের প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের আত্মার প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সাতকানিয়া থানা পুলিশ ।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির এই দিনে আমার ভাষা বাংলা ভাষা, মায়ের ভাষা কেউ কেড়ে নিতে পারবে না। এই দাবীতে পাকিস্তানী শাসক গোষ্ঠির রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারের মত আরো অনেকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার রাজপথ। তাদের ঐ বলিদানের বিনিময়ে আজ আমার মুখের ভাষা বাংলা ভাষা।
এই স্মৃতিকে স্বরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ শুরুলগ্নে সাতকানিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের আত্মার প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সাতকানিয়া থানা পুলিশ। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল হাসানুজ্জামান মোল্যা, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন, এসআই দীপন চন্দ্র সরকার, এসআই হারুনুর রশিদ, এসআই মো. ইয়ামিন সুমন, এএসআই মো. আরিফুল ইসলাম ভূঁঞা, এএসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. জিহাদ আলী।