ভালো খেলার মাধ্যমে ক্রিকেটে অবদান রাখতে চান লিটন দাশ।

বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে বর্তমানে যাদের নাম সবচাইতে বেশি আলোচনায় আসবে তাদের অন্যতম লিটন দাশ। বরাবরই বাংলাদেশ দলে তামিমের সাথে ওপেনিং পার্টনার হিসেবে খোজা হচ্ছে একজনকে। যিনি লম্বা সময় তার সাথে ইনিংস শুরু করতে পারবেন। অনেককে দিয়ে চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছেন তাদের সবাই। তবে এখন লিটন দাশকে ভাবা হচ্ছে তামিমের যোগ্য পার্টনার হিসেবে। সেই লিটন এবার জানালেন তার লক্ষ্যের কথা। কথাবার্তা খুব বেশি না বললেও লিটন দাশ বুঝিয়ে দিলেন ওয়ানডেতে তামিম ইকবালের পাকাপাকি সঙ্গী হওয়ার সুযোগটা এখন আর হাতছাড়া করতে চান না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে নিজেকে প্রমাণ করেছেন আরও একবার। কিন্তু ওয়ানডেতে এখনো সুযোগ পাননি সেভাবে। ১৫টি টি–টোয়েন্টির পাশে ওয়ানডে খেলেছেন মাত্র ১২টি। যার সর্বশেষ খেলেছিলেন গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে। এরপর এনামুল হক বিজয় বেশ কটি ম্যাচে সুযোগ পেয়েছেন। কিন্তু দলে জায়গা করে নেওয়ার মতো কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত লিটন আবার দৃশ্যপটে। এশিয়া কাপে নিশ্চিতভাবেই তামিমের সঙ্গে তিনি ওপেন করতে নামছেন।

আর এই সুযোগটাকে বেশ বড় একটা সুযোগ হিসেবে দেখছেন লিটন। কারণ এখানে ভালো করলেই বিশ্বকাপ পর্যন্ত জায়গা পাকা করে নিতে পারেন। লিটন অবশ্য এমন প্রাপ্তির হাতছানিতেও কিছুটা নিস্পৃহ। শুধু বললেন, এটা একটা ভালো সুযোগ। আমি অনেক দিন ওয়ানডে দলের বাইরে। অবশ্যই এটা কাজে লাগানোর চেষ্টা করব। কারণ দলে থাকতে হলে এখন সুযোগকে কাজে লাগানোর কোন বিকল্প নেই।

এশিয়া কাপে নিজের লক্ষ্য বলতে লিটন জানালেন ভালো বলতে তো পারফর্ম ছাড়া অন্য কিছু নেই। আপনারাও রান চান। আমরাও রান চাই। ভালো করতে চাই। ভাল আমাকে করতেই হবে। বাংলাদেশ দলের উইকেট রক্ষক এই ব্যাটসম্যান বলেন এশিয়া কাপের মতো আসরে চ্যালেঞ্জটা আসলেই বড়। সেটা মানতেই হবে।

এ রকম আসরে চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। একটা বড় ইভেন্ট। ওপেনিং করলে তো এটা চ্যালেঞ্জই। চেষ্টা করব নিজের শতভাগ দেওয়ার। সে অনুযায়ী অনুশীলন করছি। নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি। পরিশ্রম করছি। আশা করছি পরিশ্রমের ফল পাব।

অনেকের মতে খেলার ধরনের দিক দিয়ে লিটনের চেয়ে দৃষ্টিনন্দন ব্যাটিং বাংলাদেশ দলে কমই আছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, ভালো খেলতে খেলতে হঠাৎ করে আউট হয়ে যাওয়া। লিটন অবশ্য এ নিয়ে একটু রসিকতার সুরেই বললেন, যারা বড় প্লেয়ার তারা স্টার্ট পেলে ইনিংস বড় করে। এখনো বড়দের কাতারে যেতে পারিনি। এখনো বড় ইনিংস তাই হচ্ছে না। আমি চেষ্টা করছি ভালো কিছু করার। যেন বড় কিছু করি। যেন বড় ইনিংস খেলতে পারি। আমিও চাইনা ভাল শুরু করার পর হঠাৎ করেই ফিরে আসি। আমি চাই ভাল শুরুর পর ইনিংসটাকে লম্বা করতে। আপাতত নিজের শটগুলো নিখুঁত করারই চেষ্টা করছেন লিটন। দলের ব্যাটিং পরামর্শক নিল মেকেঞ্জীও চেষ্টা করছেন তাকে বুঝানোর। ভুল ত্রুটি গুলো শুধরে দেওয়ার চেষ্টা করছেন। তবে লিটন বলেন ক্রিকেটে আসলে আউট হতে একটা বলই লাগে। ওইটা নিয়েই কাজ করছি যে কোন শটগুলা আসলে বেশি নিখুঁত করতে হবে। উইকেটে থাকলেই তো হবে না, রানও করতে হবে। বল সিলেকশনটা ভালো করার চেষ্টা করছি আরও।

লিটন বলেন আমাদের দলে এখন প্রায় সবাই ভাল খেলছেন। সবাই যে যার যার মত নিজের সেরাটা দিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কারণ এখন সেরাটা দেওয়া ছাড়া আর বিকল্প কিছু নাই।

লিটন বলেন, আমাদের ব্যাটিং কোচ যেসব ছোটখাট ত্রুটি রয়েছে সেগুলো শুধরে দিচ্ছেন। যাতে পরিপক্ক ব্যাটিং করতে পারি সে চেষ্টাই করছি। আসলে এ মুহূর্তে লক্ষ্য একটাই। আর তা হলো ইনিংসের শুরুটা ভাল করার পর সেটাকে টেনে নিয়ে যাওয়া।

আমাদের সিনিয়ররা যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরও। তাই এখন চেষ্টা করব বড় ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখতে। আর এশিয়া কাপে যে চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে সেটাকে জয় করতে চান লিটন দাশ।