বৈশাখের আগেই কালবৈশাখীর ছোবল

আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে সারাদেশ।

একই সঙ্গে চট্টগ্রাম মহনগরসহ, সীতাকুণ্ড, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালি, পেকুয়া, চকরিয়া বাসী রেহায় পায়নি এই কালবৈশাখীর ছোবল থেকে।

আকস্মিক বৃষ্টির সঙ্গে প্রচন্ড তুফান স্থবির করে দিয়েছে জনজীবন।