বৈধ হতে আরও একমাস সুযোগ পেলেন প্রবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস (২ ডিসেম্বর) উপলক্ষে সাধারণ ক্ষমা ঘোষণার মেয়াদ এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আমিরাত সরকার। এর আগে গত ১ আগষ্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩ মাস সাধারণ ক্ষমা ঘোষণার মেয়াদ শেষে আরো এক মাস বাড়িয়ে ১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল।
আরব আমিরাতে অবৈধভাবে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা বৈধতা লাভ করার জন্য সময়মতো পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি বা দেশে পুলিশ প্রতিবেদনের কারণে পাসপোর্ট আটকা পড়া ছিল অথবা আরব আমিরাতের ইমিগ্রেশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে না পারায় বৈধ হতে পারেন নি, তাদের জন্য এই সাধারণ ক্ষমার মেয়াদ বিশেষ সুযোগ সৃষ্টি করেছে। এতে খুশি বৈধতা লাভে
প্রত্যাশী প্রবাসী বাংলাদেশিরা।
বৈধতা প্রত্যাশীদের কথা চিন্তা করে আবারো এক মাস সময় বাড়ানোর পেছনে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের বিশেষ অবদান রয়েছে বলে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট সূত্রে জানা গেছে। অন্যথায় দেশটিতে অবৈধভাবে অবস্থানরত শত শত প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরে যেতে হতো।

আলোকিত সাতকানিয়া/ এইচএম