বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে ৩দিনের পুঁজিবাজার মেলা শুরু

বন্দরনগরী চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পুঁজিবাজার ও বিনিয়োগ মেলা।

পুঁজিবাজার সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে এই মেলার আয়োজন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিইসি)।

তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে।

বৃহস্পতিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খাইরুল হোসেইন।

মেলাতে তিন ধরনের স্টলের মধ্যে ছয়টি প্যাভিলিয়ন, আটটি মিনি প্যাভিলিয়ন, ৬৯টি জেনারেল স্টল থাকবে।

এ মেলায় স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানিসহ স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করবেন।

এই বছর প্রায় ৭০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

এ ছাড়া মেলায় পুঁজিবাজার সম্পর্কিত কয়েকটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে প্রথম দিন থাকবে ‘ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং থ্রু ক্যাপিটাল মার্কেট’। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

দ্বিতীয় দিন টেকনিক্যাল সেশনের বিষয় ‘প্রস্পেক্টস অ্যান্ড চ্যালেঞ্জ অব ফাইনান্সিং থ্রু ক্যাপিটাল মার্কেট’।

তৃতীয় দিন টেকনিক্যাল সেশনের বিষয় ‘আনলকিং পটেনশিয়ালিটি অব ক্যাপিটাল মার্কেট’। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মেলার কো-স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক, আবুল খায়ের স্টিল লিমিটেড, বিএসআরএম স্টিল লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও ইউসিবি ক্যপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।