বুরজানের চা শ্রমিকরা বকেয়া রেখেই কাজে ফিরছেন

২০ সপ্তাহের বকেয়া বেতন ও রেশনের বিপরীতে আড়াই হাজার শ্রমিককে এক সপ্তাহের বেতন দেওয়া হয়েছে।
বকেয়া রেখেই কাজে ফিরছেন বুরজানের চা শ্রমিকরা
সিলেটের বুরজান চা কোম্পানির শ্রমিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক।

সিলেটের বুরজান চা কোম্পানির অধীন তিনটি বাগান ও একটি কারখানার আড়াই হাজার শ্রমিকের ২০ সপ্তাহের বেতন ও রেশন বকেয়া রয়েছে। এর মধ্যে এক সপ্তাহের বেতন নিয়ে তারা কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার(৮ মে) বিকালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, “শ্রমিকরা আজ এক সপ্তাহের বকেয়া বেতন পাওয়ার আগামীকাল শুক্রবার থেকে কাজে ফিরছেন।”

বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের বৈঠকে এক সপ্তাহের বেতন পাওয়া সাপেক্ষে কাজে যোগদানের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

সেই বৈঠক শেষে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ সাংবাদিকদের বলেছিলেন, “চা বোর্ডের চেয়্যারম্যান চা বাগান শ্রমিকদের দাবি-দাওয়া শুনেছেন। বৈঠকে আপাতত তাদেরকে এক সপ্তাহের বকেয়া বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“এজন্য টি কোম্পানিগুলো ও বাংলাদেশ টি বোর্ড ১০ লাখ টাকা দেবে। বাকি টাকা জেলা প্রশাসক ব্যবস্থা করে দেবেন। পর্যায়ক্রমে তাদের সব বকেয়া পরিশোধ করা হবে।”

বকেয়া মজুরির দাবি ও বাগান মালিকের লিজ বাতিলসহ ১১ দফা দাবিতে সিলেটের বুরজান চা কোম্পানির বুরজান, ছড়াগাঙ, কালাগুল এবং বুরজান কারখানার প্রায় আড়াই হাজার শ্রমিক আন্দোলন করছে। তাদের ২০ সপ্তাহের বকেয়া এবং রেশন বাকি পড়েছে।

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বেতন ও রেশনের দাবিতে রোববার দুপুরে শ্রমিকরা সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লাক্কাতুরা এলাকায় অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠিয়ে রাস্তা ছাড়লেও তিন দিনের মধ্যে সব দাবি মানতে সময়সীমা বেঁধে দেন চা শ্রমিকরা।

চা শ্রমিকদের নিয়ে সৃষ্ট এ সমস্যা সমাধানের জন্য বুধবার সিলেটে আসেন বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু গোয়ালা বলেন, “শুক্রবার থেকে বুরজান, ছড়াগাঙ, কালাগুল এবং বুরজান কারখানার শ্রমিকরা কাজ ফিরছেন।”

আরও পড়ুন: