বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সারা দেশের মতো বন্দর নগরী চট্টগ্রামেও চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে , ডায়াবেটিস সেবায় , পার্থক্য আনতে পারেন নার্সরাই এই প্রতিপাদ্যে, শোভাযাত্রা, মানববন্ধন, ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
আজ ১৪ নভেম্বর সকালে নগরীর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে শোভাযাত্রা ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন এবং স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়, চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির সদস্য আবিদা মোস্তাফার সভাপতিত্বে, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ট্রেজারার শাহাবুদ্দিন,ডাক্তার নওশেদ আজগর চৌধুরী, ডায়াবেটিস সমিতির জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাভেদ আবসার চৌধুরী,জাফর আহমেদ, মোঃ শহীদুল্লাহ, রকিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা ।
সিটি প্রশাসক বলেন, ডায়াবেটিক একটি ঘাতক রোগ এবং সকল রোগের মা হলো ডায়াবেটিক। ডায়াবেটিস রোগীদের মিষ্টি জাতীয় খাবার এবং অতিরিক্ত খাদ্য পরিহার করে ,নিয়মিত হাটাহাটি ও ব্যায়াম করুন।করোনা মহামারী থেকে বাঁচতে হলে স্বাস্থ্য বিধি মেনে চলুন । বড় বড় গরু ছাগল জবাই করে রাজকীয় মেজবান ও অনুষ্ঠান করে ডায়াবেটিসের ঝুঁকি না বাড়িয়ে রাজকীয় মেজবানে অর্থ অপচয় না করে, হাসপাতাল ও সেবা মূলক প্রতিষ্ঠানে দান করুন । তাহলে রাষ্ট্র সমাজ ও জাতি পরিবার উপকৃত হবে । এই সেবা মূলক প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ডাক্তার ও নার্সদের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে হাসপাতালের আশপাশের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে হাসপাতাল প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।