চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সর্বপ্রথম আইপিভি-৬ ল্যাব উদ্বোধন করা হয়েছে। গত ৮ ডিসেম্বর ল্যাবটি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের আয়োজনে এবং অপটিম্যাল টেকনোলজি লিমিটেডের সহায়তায় ৮ ডিসেম্বর ‘আইপিভি-৬ ডিপ্লয়মেন্ট ইন এন্টারপ্রাইজ নেটওয়ার্কস শীর্ষক দিনব্যাপী কর্মশালা চবি ভার্চ্যুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য চবি আইসিটি সেলের ভার্চ্যুয়াল ক্লাসরুমকে আইপিভি-৬ ল্যাব ঘোষণা করে বলেন, প্রতিযোগিতাপূর্ণ এই বিশ্বে নিজেদের অবস্থান অধিকতর সুদৃঢ় করতে উন্নত-সমৃদ্ধ আধুনিক তথ্য-প্রযুক্তিতে দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। ক্রমাগত পরিবর্তনশীল বিশ্বে দেশের উন্নয়ন-অগ্রগতিতে সামঞ্জস্য বিধানকল্পে বিশ্বের উন্নত প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা অর্জনের পাশাপাশি নিজেরদেরকেও জ্ঞান-গবেষণায় সমৃদ্ধ হয়ে নতুন নতুন আবিষ্কারের দিকে মনোনিবেশ করতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান। উপাচার্য এ ট্রেনিং কর্মশালা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিকাল ৪ টায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী, বিশ্ববিদ্যালয় আইটি ফোরামের প্রেসিডেন্ট আজিম উদ্দিন হক ও আইসিটি সেলের সহকারী পরিচালক রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন চবি ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী। অনুষ্ঠানের শেষে সনদ বিতরণ করেন উপাচার্য।