পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পরেও আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক থাকছেন মাশরাফি বিন মর্তুজা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো বিরল এই নজীর রাখার দ্বারপ্রান্তে আছেন মাশরাফি। একজন পার্লামেন্ট সদস্য হয়ে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া মাশরাফিকে নিয়ে যথেষ্ট গর্বিত নাজমুল হাসান পাপন। রোমাঞ্চিত বিসিবি প্রধান বলেছেন, ‘এটি তো একটি সাংঘাতিক ব্যাপার। আমার মনে হয় ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো এটি হতে যাচ্ছে। আমার এটি জানা নেই বা কখনো শুনিনি যে একজন পার্লামেন্ট সদস্য ক্রিকেট খেলছে মাঠে এবং অধিনায়কত্ব করছে। সুতরাং এটি পুরোপুরি নতুন হবে এবং আমি অনেক রোমাঞ্চিত এটি নিয়ে।’
রাজনীতিতে যোগ দিলেও ক্রিকেটকে এখনও মনে প্রাণে লালন করেন মাশরাফি। এর প্রমাণ নির্বাচনের দিনও রেখেছিলেন তিনি। বিপিএলকে সামনে রেখে অনুশীলন করার জন্য নির্বাচনের মাঠে দেরিতে গিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। এই প্রসঙ্গে পাপনের ভাষ্য, ‘ওর মনের মধ্যে যে সারাক্ষণ ক্রিকেটই আছে এতে কোনও সন্দেহ নেই। কারণ ও একদম ওখান থেকে সরাসরি অনুশীলনে চলে গিয়েছে। বিপিএল শুরু হতে যাচ্ছে। সুতরাং নিজের খেলার প্রতি সম্পূর্ণ সিরিয়াস সে, একটুকুও পরিবর্তন হয়নি। এর বড় প্রমাণ হচ্ছে, যখন আমরা নির্বাচনের মাঠে চলে গিয়েছি এবং এলাকায় কাজ করছি তখন কিন্তু সে খেলছিলো এবং খেলার মধ্যে ছিলো। ও অনেক দেরি করে গিয়েছে। এটাই প্রমাণ করে যে এখনও খেলাটিই তাঁর কাছে বেশি প্রাধান্য পায়।’
ওদিকে সফল নির্বাচনী ক্যাম্পেইন শেষ করে একদিনের বিরতি দিয়েই ম্যাশ ফিরেছেন ঢাকায়, ক্রিকেটের টানে। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে গলায় পরেছেন বিজয়ীর মালা এবং বছরের প্রথম দিনই ফিরে এসেছেন রাজধানী ঢাকায়। না ফিরেই বা উপায় কি! ডাক এসেছে যে ক্রিকেটের। আর মাত্র ৪৮ ঘণ্টা পরেই শুরু বাংলাদেশ প্রিমিয়ার লীগের ষষ্ঠ আসর। বিপিএলের এ আসরে রংপুর রাইডার্সের অধিনায়কত্ব রয়েছে তার কাঁধে, দায়িত্ব শিরোপা ধরে রাখার।
আর এ গুরুদায়িত্ব যথাযথাভাবে পালন করতে পুরো টুর্নামেন্টজুড়েই থাকতে হবে শতভাগ ফিট। তাই গতকাল দুপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরেই নজর দিয়েছেন নিজের ফিটনেসের দিকে। সময় কাটিয়েছেন জিম সেশনে। বেলা দেড়টার আশেপাশে নিজের বাইকে চেপে চলে আসেন মিরপুরের হোম অব ক্রিকেটে। এসেই মাতিয়ে তুলেছেন মিরপুরের একাডেমি মাঠ। প্রায় পুরোটা এক চক্কর দিয়ে চলে আসেন জিমে। হ্যামস্ট্রিংয়ে খানিক সমস্যা থাকায় জিম সেশনের পুরোটাই থাই মাসলের দিকে বিশেষ নজর দিয়েছেন মাশরাফি। প্রায় ৩৫-৪০ মিনিট জিমে ছিলেন মাশরাফি। এসময় সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রেই ছিলেন তিনি। সবার অপেক্ষা ছিল হয়তো গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানাবেন নবনির্বাচিত সাংসদ এবং রংপুর রাইডার্সের অধিনায়ক। কিন্তু আনুষ্ঠানিক কোনো কথা বলেননি তিনি। তবে জানিয়েছেন আপাতত বিপিএল ছাড়া কিছুই ভাবছেন না মাশরাফি। নির্বাচন বা রাজনীতির ব্যাপারে যাই বলার তা বলে এসেছেন নড়াইলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। তাই এখন আর সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। স্পষ্ট করে বলে দিয়েছেন অন্তত জুলাই মাস পর্যন্ত ক্রিকেটের বাইরে কিছু নিয়ে ভাবছেন না। বিপিএলে তার দল রংপুর রাইডার্সের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে আজ থেকে। তাই গতকাল মাঠে আসলেও স্কিল ট্রেনিং করেননি মাশরাফি। জিম সেশনে পাশাপাশি পরিচিত সাংবাদিকদের সাথে আড্ডা শেষে ফিরে গিয়েছেন নিজ বাসায়।