বিভিন্ন চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ।

১. ঢাকায় প্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?

–১৬১০ সালে

২. কোনটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট?

–ই.ইউ.

৩. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর কোন গবেষকের নেতৃত্বে দেশী পাটের ডি.এনএ বিন্যাস আবিষ্কৃত হয়?

–ড. মাকসুদুল আলম

৪. কোন নারী শিল্পী তার নারী–বিষয়ক চিত্রকর্মের জন্য বিশ্বখ্যাতি লাভ করেন?

–ফ্রিদা কাহালো

৫. ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান কোথায়?

–ব্রাহ্মণবাড়িয়া

৬. বাংলা একাডেমির মূল ভবনের পূর্বনাম

–বর্ধমান হাউস

৭. সম্রাট আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন?

–এরিস্টটল

৮. বাংলাদেশ ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয়?

–১৬–১২–১৯৭১

৯. ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে?

–কাতার

১০. জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল কোন দেশ?

–মার্কিন যুক্তরাষ্ট্র

১১. সম্প্রতি বাংলাদেশে মুঘল আমলের স্থাপত্যের সন্ধান পাওয়া গেছে যে স্থানে?

–কালিয়াকৈব, গাজীপুর

১২. বাংলাদেশ ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কত কি.মি. জায়গাজুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে?

–১৯,৪৬৭ বর্গ কি.মি.

১৩. ঘাতক ভাইরাস ইবোলা প্রথম শনাক্ত করা হয় কোন দেশে?

–কঙ্গো

১৪. ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় যে দেশে

–রাশিয়া

১৫. আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস

–২২ মে

১৬. বাংলাদেশের জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ

–পুন্ড্র

১৭. পূর্ব বাংলার নাম কোন সালে পূর্ব পাকিস্তান রাখা হয়?

–১৯৫৬ সালে

১৮. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?

–৩৭১৫ কি. মি.

১৯. তানপুরা যন্ত্রে কয়টি তার থাকে?

–৪টি

২০. সীতাকোট বিহারের অবস্থান কোথায়?

–দিনাজপুর

২১. ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?

–নরসিংদী

২২. সঙ্গীত বলতে কোন তিনটি বিষয়ের সমাহারকে বোঝায়?

–গীত, বাদ্য, নৃত্য

২৩. বাংলাদেশের জাতীয় সংগীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত?

–বাউল

২৪. বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি?

–৩২ টি

২৫. কোনটি বাংলাদেশের প্রথম বিদেশী ব্যাংক?

–স্ট্যান্ডার্ড চার্টার্ড

২৬. আধুনিক তুরস্কের জনক

–কামাল আতাতুর্ক

২৭. মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট

–মেঘবতী সুকর্নপুত্রী

২৮. প্রথম ক্রুসেড পরিচালনা করে

–গডফ্রে

২৯. হিন্দুরা বাবরি মসজিদ ধ্বংস করে

–৬ ডিসেম্বর ১৯৯২

৩০ ‘ওয়াফা’ কোন দেশের সংবাদ সংস্থা?

–ফিলিস্তিন

৩১. যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চিহ্নিত রেখা

–৪৯তম অক্ষরেখা

৩২. কোন দেশের পতাকাতে মানচিত্র রয়েছে?

–সাইপ্রাস

৩৩. পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোথায় অবস্থিত

–আটলান্টিক মহাসাগরে

৩৪. টিপু সুলতান শাসনকর্তা ছিলেন

–মহীশূরের

৩৫. নীলনদের দৈর্ঘ্য

–৬৬৭০ কি.মি.

৩৬. এশিয়ার সর্বপশ্চিম বিন্দু

বেবা অন্তরীপ

৩৭. সুইজারল্যান্ডের প্রাচীন নাম

–হেলভেটিয়া

৩৮. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?

–২০০০

৩৯. চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?

–বাঁশ

৪০. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস

–২১ নভেম্বর

৪১. বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক

–সুপ্রিম কোর্ট

৪২. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

–ময়মনসিংহ

৪৩. বর্তমান মুজিবনগরের পূর্ব নাম

–ভবের পাড়া

৪৪. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কি ছিল?

–বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা

৪৫. হাজংদের অধিবাস কোথায়?

ময়মনসিংহ ও নেত্রকোনা