বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে পটিয়া উপজেলার গোবিন্দখীল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবরে পটিয়া ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে যায়। লিডার ছাবের আহমদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তিন মালিকের একাধিক কক্ষ বিশিষ্ট তিনটি কাঁচা বসতঘর পুড়ে যায়।