লোহাগাড়ায় পদুয়া আঁধার মানিক বিদ্যা কানন একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক রেজাউল করিম। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক খোকন সুশীল, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মিনহাজ উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর। একাডেমির শিক্ষক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার আবুল বশর, মাস্টার আবু বক্কর ছিদ্দিক ও রুবি আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আলোকিত সাতকানিয়া//এইচএম